১০ জুন ২০১৩ - ১৯:৩০
‘এস-৩০০ নিয়ে রুশ-ইরান সমঝোতা হতে পারে’

এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার বিষয়ে রাশিয়ার সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে একটি সমঝোতা হতে পারে।

বার্তা সংস্থা আবনা : এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার বিষয়ে রাশিয়ার সঙ্গে ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে একটি সমঝোতা হতে পারে। এমন আশার কথা জানিয়েছেন মস্কোয় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা সাজ্জাদি।

তিনি বলেন, “এ ইস্যুতে ইরান ও রাশিয়ার মধ্যে যেসব মতপার্থক্য রয়েছে আলোচনার মাধ্যমে সেগুলোর সমাধান করতে তার দেশের কর্মকর্তারা খুবই আগ্রহী। তেহরান চায় না- মস্কোর সঙ্গে কোনো ধরনের অন্ধকার অধ্যায় থাকুক।”  

মস্কোয় আজ (সোমবার) তিনি এসব কথা বলেছেন।

এর আগে, গত ৩০ মে রাশিয়ান প্রযুক্তি বা রোসটেক-এর প্রধান নির্বাহী কর্মকর্তা সের্গেই চেমেজভ বলেছেন, এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে তারা একটি মীমাংসার কথা ভাবছেন।

২০০৭ সালে ইরানের সঙ্গে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী ২০১০ সালের মধ্যে রাশিয়া তেহরানকে পাঁচটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে বলে প্রতিশ্রতি দিয়েছিল। কিন্তু জাতিসংঘ নিষেধাজ্ঞার কথা বলে ব্যবস্থা সরবরাহ করার বিষয়ে অস্বীকৃতি জানিয়ে আসছে।

এ ঘটনায় রাশিয়ার অস্ত্র রপ্তানিকারক কোম্পানি রোজোবোরোনেক্সপোর্টের বিরুদ্ধে ২০১১ সালে জেনেভায় আন্তর্জাতিক সালিশ আদালতে মামলা করে ইরান। অভিযোগে বলা হয়, ইরানের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও এস-৩০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করছে না রাশিয়া। রোজোবোরোনেক্সপোর্ট বলেছে, এ মামলায় মস্কোর জেতার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।